গভীর রাতে জাগি’ খুঁজি তোমারে।
নজরুল গীতি
কথা ও সুর :- কাজী নজরুল ইসলাম।
শিল্পী :- অপর্ণা ভট্টাচার্য্য।
তবলায় :- সুব্রত দাস।
রাগ - রবিকোষ।
তাল :- ত্রিতাল।
*****************************************
Gobhir rate jagi khuji tomare...
Nazrulgeeti/Nazrulsangeet
Artist :- Aparna Bhattacharyya.
Accompanist :- Subrata das.
Rag :- Robikosh.
Taal :- Tritaal.
******************************************
গানের কথা :-
গভীর রাতে জাগি’ খুঁজি তোমারে।
দূর গগনে প্রিয় তিমির–‘পারে।।
জেগে যবে দেখি হায় তুমি নাই কাছে
আঙিনায় ফুটে’ ফুল ঝ’রে পড়ে আছে,
বাণ–বেঁধা পাখি সম আহত এ প্রাণ মম —
লুটায়ে লুটায়ে কাঁদে অন্ধকারে।।
মৌনা নিঝুম ধরা, ঘুমায়েছে সবে,
এসো প্রিয়, এই বেলা বক্ষে নীরবে।
কত কথা কাঁটা হ’য়ে বুকে আছে বিঁধে
কত আভিমান কত জ্বালা এই হৃদে,
দেখিবে এসো প্রিয়১ কত সাধ ঝ’রে গেল —
কত আশা ম’রে গেল হাহাকারে।।
রবিকোষ//ত্রিতাল।
******************************************
নজরুল গীতি
নজরুল সঙ্গীত
নজরুল গীতি হৈমন্তী
নজরুল গীতি অঞ্জলি
গভীর রাতে জাগি খুঁজি তোমারে
গভীর রাতে নজরুল গীতি
নজরুল সঙ্গীত গভীর রাতে জাগি খুঁজি তোমারে
********************************************