শনিবার আদালতে পেশ করা হয় নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষকে । এদিন আদালতে সিবিআইয়ের তদন্তের গতি নিয়ে ভর্ৎসনা করেন বিচারক। চার্জশীটে প্রবাবশালীদের নাম থাকার পরও কেন গ্রেফতার করা হচ্ছে না তাদের বলেও উদ্বেগ প্রকাশ করেন বিচারক। সিবিআই দানি করেন তদন্ত চলছে জোরকদমে। এদিন অভিযুক্তদের আইনজীবীরা জামিনের আবেদন করলেও বিচারক তাদের তিনজনকেই আগামী ১২ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।