সামনেই পরীক্ষা কিন্তু স্কুলে ছাত্র থাকলেও নেই শিক্ষক। তাই কার্যত বিপাকে আদিবাসী ছাত্র ছাত্রীরা। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বুনিয়াবসন জুনিয়ার হাইস্কুলে চলছে এমনই অরাজকতা।হাইকোর্ট জেলা বিদ্যালয় পরিদর্শককে দুসপ্তাহের মধ্যে একজন অস্থায়ী শিক্ষক নিয়োগ করতে নির্দেশ দিয়েছেন ।