অতনুর ছবির সেট মানেই একটা গুরু গম্ভীর ব্যাপার তবে পরিচালক নিজে মজার লোক: প্রসেনজিৎ

Anandabazar Online 2023-04-13

Views 10

অতিমারির পর পরই ‘শেষ পাতা’ ছবির শুটিং শুরু হয়। গল্পের বুনোট অন্য ধরনের তাই শুটিংয়ের পরিবেশে মজা-আড্ডা কি ব্রাত্য? অন্য দিকে ছবিতে ফের একসঙ্গে প্রসেনজিৎ-গার্গী। অন্য ধারার ছবিতে এই যুগলবন্দি যেন দর্শকদের কাছে উপহার। এই প্রসঙ্গে প্রসেনজিৎ বললেন, “এই ছবিতে আমার আর গার্গীর একটা বিশেষ দৃশ্য রয়েছে। বাঙালি দর্শকরা এই দৃশ্যটি অনেক বছর মনে রাখবেন। খুব অদ্ভুত মুহুর্ত রয়েছে ছবিতে।” আলাপ আলোচনায় উঠে এল বাংলা ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থানের প্রসঙ্গ। “বাংলা ছবির দর্শকরা বাঁচিয়ে রেখেছেন বাংলা ছবি,” বললেন বুম্বাদা।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS