লক্ষ্যমাত্রা ১১৮। ১১ ওভারেই তুলে নিল অস্ট্রেলিয়া। অর্ধশতরানের ইনিংস খেললেন দুই ওপেনার ট্রেভিস হেড এবং মিচেল মার্শ। ৩৬ বলে ৬৬ রান করে ভারতীয় বোলারদের কার্যত ধ্বংস করলেন ডানহাতি অজ়ি ওপেনার। বাঁ হাতি ট্রেভিস খেললেন ৫১ রানের অপরাজিত ইনিংস। এ দিন টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেন ব্যাগি গ্রিন অধিনায়ক স্টিভ স্মিথ। মেঘলা আকাশ আর হাওয়ার গতিবেগকে কাজে লাগিয়ে শুরু থেকেই রণংদেহী ছিলেন মিচেল স্টার্ক। তাঁর ৫ শিকারের ৪টি হল রোহিত শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব এবং কেএল রাহুল। ভারতীয় একাদশের ৪ ব্যাটার এ দিন খাতাই খুলতে পারেননি। ব্যাট করতে নেমেও আগ্রাসী দেখায় সফরকারী দেশের ব্যাটারদের। এক দিনের ম্যাচে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করে ম্যাচ ছিনিয়ে নেন হেড এবং মার্শের। প্রথম উইকেটের যুগলবন্দিতেই ভারতের বিরুদ্ধে ২৩৪ বল আগে ম্যাচ জিতে সিরিজ়ে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। এখন ফয়সলা হবে চিপকে। শেষ ম্যাচে শেষ হাসি যার, সিরিজ়ও তাঁর।