কলকাতায় সিরাজউদৌল্লার আমলের কামান উদ্ধার। দমদমের সেন্ট্রাল জেল মোড় এলাকায় চলছে খনন কাজ। কামানের বয়স প্রসঙ্গে রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায়ের বক্তব্য, “অনুমান করা হচ্ছে, সিরাজউদৌল্লা যখন ফোর্ট উইলিয়াম আক্রমণ করেছিলেন এই কামানটি সেই সময়ের। এমন অনেক কামানই কলকাতার রাজপথে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। এই কামান উদ্ধার করে সংরক্ষণ করব এবং এর ইতিহাস বর্ণনা করব।” কামান উদ্ধারে সহায়তা করছে পুলিশ প্রশাসন, সিইএসসি। খনন পর্বের শুরু থেকেই রয়েছে পুরাতত্ত্ব বিভাগের কর্মীরাও। বিপ্লব রায়ের দাবি, এই কামান কলকাতার মধ্যে বৃহত্তম হিসাবে চিহ্নিত হতে পারে।