উপাচার্য নিয়োগে আদালতের রায়ে ধাক্কা রাজ্যের? কী বললেন ব্রাত্য বসু

Anandabazar Online 2023-03-15

Views 1.5K

উপাচার্য নিয়োগ নিয়ে নবান্ন এবং রাজভবন সংঘাত— সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পর ধনখড় আমলের সেই পুরনো ছবির অনেকটাই বদল হয়েছে। একের পর এক ফাইল যেখানে আটকে ছিল, আনন্দ বোসের সঙ্গে বৈঠক করে সেই জট অনেকটাই কাটিয়ে ফেলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সম্প্রতি রাজভবনে রাজ্যের উপাচার্যদের নিয়ে বৈঠকের বিরল ছবিও দেখেছে বাংলা। নিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান করতে উপাচার্যদের পদত্যাগ করিয়ে ফের ৩ মাসের জন্য ‘নিয়োগ’ দেওয়া হয়। অন্যদিকে উপাচার্যদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে মামলা হয়েছিল, তাঁর রায়ে আদালত জানায় রাজ্যপালের অনুমোদন ছাড়া রাজ্য কোনও ভাবেই নিয়োগ করতে পারবে না। মঙ্গলবার উক্ত বিষয়ে ব্রাত্য বসুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আদালতের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। রাজ্যপালের সম্মতি নিয়েই রাজ্যে ৩০ জন উপাচার্যের নিয়োগ হয়েছে। আচার্য তাঁদের নিয়োগ করেছেন”

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS