বসন্তেও জীবন বেরঙিন, চাকরি চেয়ে আন্দোলনে বাংলার মেয়েরা

Anandabazar Online 2023-03-08

Views 4

স্কুল সার্ভিস কমিশনের (২০১৬) গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভের ২০০তম দিন। আন্তর্জাতিক নারী দিবসে শহিদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে অভিনব প্রতিবাদ চাকরিপ্রার্থীদের। ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা চাই না, চাই হকের চাকরি’, প্রতিবাদে সরব স্কুল সার্ভিস কমিশনের (২০১৬) গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মপ্রার্থীরা। তাঁদের আরও বক্তব্য, “হোলিতে সবাই রঙিন উৎসবে মেতে আছে। আর আমরা বেরঙিন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমরা সেই রাস্তার জীবন ছেড়ে ঘরে গিয়ে রঙের উৎসবে মেতে উঠতে চাই। আমরা বাংলার মেয়েকে চেয়েছিলা। আমরাও তো বাংলার মেয়ে। বাংলার মেয়েরা চাকরি চায়।”

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS