একদিকে বন্যপ্রাণের প্রতি সহমর্মিতা, অন্যদিকে সাশ্রয়। কেরলে শ্রীকৃষ্ণ মন্দিরের জন্য তৈরি হল রোবট হাতি। ৮০০ কেজি ওজনের হাতি তৈরি করতে খরচ হয়েছে ৫ লক্ষ টাকা। রবার এবং ৫টি মোটর দিয়ে তৈরি হয়েছে এই বিশেষ হাতি। শ্রীকৃষ্ণ মন্দিরের যাবতীয় আচার অনুষ্ঠানের কাজের জন্য এখন থেকে এই রোবটই ব্যবহৃত হবে। এতে দুর্ঘটনার আশঙ্কা থেকে যেমন নিষ্পত্তি পাওয়া গেল তেমনই হাতির খাওয়া খরচ বেঁচে যাওয়ায় অনেকটা সাশ্রয়ও হবে।