মোদি বিরোধিতায় দেশজুড়ে বিরোধীদের ইস্যু আদানি ট্রেডিং। হিন্ডেনবার্গের রিপোর্টে আদানির শেয়ার ধস নামলেও ফের জোয়ার আদানি এন্টারপ্রাইজে। কিন্তু আদানি ইস্যুতে বিরোধীরা না হয় রাজনীতির তাগিদে রাস্তায়। কিন্তু সাধারণ মানুষ কি বিরোধীদের কথায় ভাসবেন ? জানেন কি মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ সম্পর্কে ? অন্যের চুরি-জালিয়াতি ধরিয়ে তারা কি মহৎকাজ করছে না নিজেরাও ঘুরপথে একই পথের পথিক!