সত্যজিৎ স্মরণে কলকাতা ভ্রমণ। ফেলুদার স্মৃতি রয়েছে, এমন সব ঐতিহাসিক স্থান ঘুরে দেখলেন শিক্ষকরা। যাত্রাপথের শুরু কলকাতার বিশপ লেফ্রয় রোডে সত্যজিৎ রায়ের বাড়ি থেকে। বেঙ্গল চেম্বার অফ কর্মাসের উদ্যোগে এই ‘হেরিটেজ সিটি ট্যুর’-এ সামিল হয়েছিলেন বৈশালী ডালমিয়াও। ইচ্ছে থাকলেও ব্যস্ততার কারণে আজ এই ‘হেরিটেজ সিটি ট্যুর’-এ থাকতে পারেননি সন্দীপ রায়। তবে এমন একটি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অস্কার জয়ী পরিচালকের পুত্র।