আঁধার শেষে | Adhar Seshe
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান
শিল্পী: আব্দুল্লাহ আল নোমান
******* লিরিক্স *******
দুঃখের আঁধার শেষে আলোর প্রভাত হাসে
হতাশার কালো মেঘে যায় গো ভেসে
কুরআনের পাতায় পাতায় দেখো
ঈমানের পথ ঢাকা ব্যাথার কাটায়
ভেঙ্গে পড়ো না কভু হতাশ হয়ে
জ্বলে পুড়ে খাটি সোনা হও গো শেষে॥
জীবনের বাঁকে বাঁকে দেবে
আজাজিল ধোঁকা শত রঙ্গিন ফাদে
রাসুলের পথ চিনে নিও তুমি
সফলতা চাও যদি অবশেষে॥
ক্ষণিকের চাওয়া পাওয়া ভুলে
ফিরদাউসের পথে চল এগিয়ে
মুক্তির মাঞ্জিল পাবে খুজে
ঠাই পাবে জান্নাতে অনায়াসে॥