ফুটবল বাঁচাতে ফুটবল ম্যাচ! সৌজন্যে বালিগঞ্জ গর্ভমেন্ট হাই স্কুল। ‘ফ্রেন্ডলি’ ম্যাচের আয়োজনে যুধাজিৎ মুখোপাধ্যায়, অঞ্জন সেনগুপ্ত, শান্তনু গুহর মতো বিদ্যালয়ের প্রাক্তনীরা। রবিবাসরীয় সকালে ফুটবলের বন্ধনে আবদ্ধ হলেন ভারতীয় ফুটবল দলের দুই প্রাক্তনী মেহতাব হোসেন এবং রহিম নবি।