How to overcome Negative Thinking | নেগেটিভ চিন্তা থেকে মুক্তির উপায় | নেগেটিভ চিন্তা কী | নেগেটিভ চিন্তা কেন হয় | Negative thinking bad effect | Negative thinking
আমার কোন কাজ করার আগে নেগেটিভ চিন্তা করি, কিন্তু এই নেগেটিভ চিন্তা ই আমাদের অনেক খারাপ করে। যে কাজের জন্য আমরা অনেক পরিশ্রম করি, সেই কাজ ও আমাদের নাও হতে পারে এই নেগেটিভ চিন্তার জন্য। তাই এই ভিডিওটি তে আপনাদের নেগেটিভ চিন্তা দূর করার একটি গল্প বলা হয়েছে, অবশ্য ই এই গল্পটি দেখবেন।