বৃহস্পতিবার ২৮তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে হাজির হন শাহরুখ খান। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হয়ে শাহরুখ খান সোশ্যাল মিডিয়ার সুবিধা, অসুবিধা নিয়ে মুখ খোলেন। শাহরুখ বলেন, সোশ্যাল মিডিয়া দিন দিন মানুষের মনকে আরও সংকীর্ণ করে তুলছে। বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়া জুড়ে নেগিটিভিটি ছড়ানো হয়।