বাবরি মসজিদ ভেঙে ফেলার পর কেটে গিয়েছে ৩০ বছর। ওই ঘটনায় উত্তাল হয়েছে গোটা দেশ। উলোটপালট হয়েছে রাজনৈতিক সমীকরণ। সেই স্মৃতি আর যাতে ফিরে না আসে সে কারণে মঙ্গলবার কলকাতার পার্ক সার্কাস থেকে রাজাবাজার পর্যন্ত সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল করল কলকাতা জেলা বামফ্রন্ট। রাজপথে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ হাঁটলেন অনেকেই।