শুক্রবার কলকাতা পৌরসভা জানায় ২০১৫ সালে যে হকাররা পরিচয় পত্রের জন্য আবেদন করেছিলেন, তাঁদের পরিচয় পত্র দেবে কলকাতা পুরসভা। পরিচয়পত্র দেওয়ার জন্য সমীক্ষা করছে ‘টাউন ভেন্ডিং কমিটি’। নিউ মার্কেট চত্বরে শনিবার সকাল থেকে হকারদের খুঁটিনাটির হদিশ নিয়েছেন টাউন ভেন্ডিং কমিটির সদস্যরা। হকারদের বিশদ তথ্য জমা করা হবে পুরসভায়, তার ভিত্তিতে হকারদের শংসাপত্র এবং পরিচয়পত্র দেবে পুরসভা।