বিশ্বকাপ চলাকালীন কাতারের মোট আটটি স্টেডিয়ামের মধ্যে চারটি স্টেডিয়ামের দায়িত্বে এক বাঙালি। নাম লিয়াজুদ্দিন মণ্ডল। নদিয়ার করিমপুরের যুবক । অভাবের তাড়নায় পড়াশোনার পাট মাঝপথে চুকিয়ে মুম্বই পাড়ি দেন। সেখান থেকে কাতার। নিজের দক্ষতায় জায়গা করে নিয়েছেন একের পর এক নামী সংস্থায়। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।