শ্রদ্ধা ওয়ালকরের খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আফতাব পুনাওয়ালা যেভাবে শ্রদ্ধাকে খুন করে তারপর দেহাংশ খণ্ডিত করে, তা জানার পর শিউরে উঠছে গোটা দেশ। শ্রদ্ধা কাণ্ডের ছায়া এবার বাংলাদেশেও। যেখানে হিন্দু প্রেমিকা কবিতা রানিকে শ্বাসরোধ করে খুনের পর তাঁর দেহাংশ খণ্ডিত করে নর্দমায় ভাসিয়ে দেয় আবু বকর নামে এক যুবক।