সাঁতরাগাছি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রিত হবে শুক্রবার মধ্যরাত থেকে। জরুরি মেরামতির কাজ শুরু হলেই সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে সেতুতে ভারী পণ্যবাহী গাড়ির চলাচল। শুক্রবার সকাল থেকেই সাঁতরাগাছি সেতুতে যানজট লক্ষ করা গিয়েছে। ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সেতুর এক পাশ দিয়ে শুধু যাত্রিবাহী গাড়িই যাওয়া- আসা করবে। সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত। পরিবহণ দফতর নির্দেশিকায় জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সেতুতে মেরামতির কাজ চলবে।