বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে \'লাল সিং চাড্ডা\'। \'লাল সিং চাড্ডা\' মুখ থুবড়ে পড়ার পর এবার কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিতে চাইছেন আমির খান। প্রায় দেড় বছর আমির খান অভিনয় করবেন না। এই সময়ে তিনি শুধুমাত্র পরিবারকে সময় দিতে চান বলে জানান বলিউড অভিনেতা।