গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই অবৈধ কাঠ উদ্ধার

COMMON MAN 2022-11-10

Views 0

বৃহস্পতিবার দুপুরে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা এলাকায় গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই অবৈধ কাঠ উদ্ধা করল কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ । এদিন কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ এর রেঞ্জার উত্তম সরকার নেতৃত্ব অভিযান চালিয়ে আনুমানিক ৭০হাজার টাকার কাঠ বাজেয়াপ্ত করা হয় । তবে বনকর্মীদের দেখে চোরাকারবারীরা পালিয়ে যায় বলে জানা যায় । এই বিষয়ে রেঞ্জার বলেন,ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি তাঁরা পালিয়ে যায় আমাদের দেখে আমরা পিছু ধাওয়া করি ।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS