মালবাজার
আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 'চলো গ্রামে যাই' কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে 'চলো গ্রামে যাই' কর্মসূচি। রবিবার ছুটির দিনে দিনভর মাল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তেশিমলা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রীরা। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি তাদের কাছে পৌঁছেছে কিনা সে ব্যাপারেও খোঁজখবর নেন তারা। উপস্থিত ছিলেন মাল ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী জিতনি মাহালি, তেশিমলা অঞ্চল মহিলা কংগ্রেসের মৌসুমীর সরকার সহ অনেকে। এদিন তেশিমলা অঞ্চলের একটি বুথের মহিলা তৃণমূল কংগ্রেসের বুথ কমিটিও গঠন করা হয়।