পরিবেশের কথা মাথায় রেখে রবীন্দ্র সরোবরের লেকের জলে ছট পুজো নিষিদ্ধ করল গ্রিন ট্রাইব্যুনাল কোর্ট। একই সঙ্গে শহরের কোন কোন ঘাটে করা যাবে পুজো, তারও তালিকা সরোবরের গেটের সামনে। কিন্তু বিগত বছরগুলির মত পুণ্যার্থীরা সেই নির্দেশ মানবেন কি না, সেটাই এখন প্রশ্ন।