কালীপুজোয় অমাবস্যার রাত থেকে উৎসবে মেতে উঠেন ছোটনাগপুর মালভূমি অঞ্চলের গ্রাম বাংলার মানুষ। মূলত গো-বন্দনা হিসাবে এই উৎসব বেশি পরিচিত। বাঁদনা পরব আসলে আমন ধান বাড়িতে তোলার আগে গরু গাভীদের বন্দনা করে কৃতজ্ঞতা জানানোর রীতি। প্রাচীন রীতি ঘিরে কালীপুজোর তিন দিন উৎসবে মেতে থাকেন পুরুলিয়া জেলার মানুষজন।