দীপান্বিতা কালীপুজোর গভীর রাতে বিগ্রহকে সাজানো হয় রাজরাজেশ্বরী বেশে

Anandabazar Online 2022-10-24

Views 1

দীপান্বিতা কালীপুজোর তিথিতে তারাকে কালী রূপে পুজো করা হয়। তারাপীঠে অন্য কোন দেবীমূর্তির পুজোর চল নেই। তারার বিগ্রহকে সামনে রেখেই সমস্ত দেবীমূর্তির পুজো করা হয়। কথিত, তারাপীঠ সিদ্ধপীঠ।
তারার বিগ্রহকে এ দিন ভোরবেলা স্নান করানো হয়। এর পরেই অষ্টধাতুর মুখাভরণ, মুণ্ডমালা, মুকুট, সোনার অলঙ্কার, ডাকের সাজ ও ফুলমালা দিয়ে শ্যামা রূপে সাজানো হয়। এর পর শুরু হয় মঙ্গলারতি। প্রথম পুজোর সঙ্গে দেওয়া হয় শীতল ভোগ। কালীপুজোর রাতে বিগ্রহকে সোনার অলঙ্কারে ও ডাকের সাজে রাজরাজেশ্বরী বেশে সাজানো হয়। সারা রাত মন্দির খুলে রাখা হয় অগণিত দর্শনার্থীদের জন্য।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS