দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড।
কাগজে-কলমে এটি অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত। অস্ট্রেলিয়ার নিকটে অবস্থিত বলে মনে হলেও, এটি অস্ট্রেলিয়া থেকে ২০০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে তাসমান সাগরে অবস্থিত। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দেশ নিউজিল্যান্ডের প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে ফিজি, টোঙ্গা এবং নিউ ক্যালেডোনিয়া উল্লেখযোগ্য।
দেশটি নর্থ আইল্যান্ড ও সাউথ আইল্যান্ড নামের দুইটি প্রধান ও বৃহৎ দ্বীপ নিয়ে গঠিত, কুক প্রণালী দ্বীপ দুইটিকে পৃথক করেছে। এছাড়া নিউজিল্যান্ডে অসংখ্য ক্ষুদ্র দ্বীপ রয়েছে। এইরকম ৬০০ দ্বীপ নিয়ে নিউজিল্যান্ডের মোট আয়তন ২,৬৮,০২১ বর্গ কিলোমিটার।
দেশটির রাজধানী ওয়েলিংটন এবং বৃহত্তম শহর অকল্যান্ড। যা নিউজিল্যান্ডের সবচেয়ে জনবহুল শহর। এছাড়াও, Hamilton, Wellington, Christchurch, Tauranga, Dunedin, Napier, Lower Hutt নিউজিল্যান্ডের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। পৃথিবীর সর্বাধিক বসবাসযোগ্য শহরগুলোর মধ্যে নিউজিল্যান্ডের শহরগুলো অন্যতম।
নিউজিল্যান্ড সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখুন। আপনি জানতে পারবেন অনেক অজানা তথ্য, যা হয়তো আপনি জানতেন না...
#New_Zealand
#New_Zealand_Bangla
#Explanation_in_Bangla
Title - জানুন নিউজিল্যান্ড সম্পর্কে ★ পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক দেশ ★ নিউজিল্যান্ড ★ Explanation in Bangla
URL – https://dai.ly/x8etn65
ভিডিওটি আপনার কেমন লেগেছে, কমেন্ট করে তা অবশ্যই জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের সাথে নতুন কিছু তথ্য শেয়ার করতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো।
আর হ্যাঁ, আপনার পছন্দের কোনো টপিক থাকলে, তা জানাতে পারেন। ইনশাআল্লাহ, আমি আপলোড দিবো।