শিকার করতে এসে নিজেই ‘শিকার’ ১৩ ফুটের পাইথন

Anandabazar Online 2022-10-17

Views 6.3K

১৩ ফুটের পাইথন উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে। খাবারের লোভে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে জালে আটকে পড়ে অজগর সাপটি। ধূপগুড়ি ব্লকের পূর্ব মাগুরমারির ঘটনা। সোমবার সকালে গ্রামবাসীরা প্রথমে বেগুন ক্ষেতের পাশে জালের মধ্যে অজগরটিকে আটকে থাকতে দেখেন। রীতি মতো আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। খবর দেওয়া হয় বন দফতর ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। অজগরটিকে উদ্ধার করে তারা। দীর্ঘ ক্ষণ জলের মধ্যে আটকে থাকায় ক্ষত তৈরি হয়েছে সাপটির গায়ে। বন দফতর সূত্রে খবর, সাপটিকে প্রাথমিক চিকিৎসার পর ফের জঙ্গলের ছেড়ে দেওয়া হবে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS