কখনও কোটি কোটি, কখনও লাখ লাখ। রাজ্যে বারবার টাকা উদ্ধারে তোলপাড়। এবার মোদীর রাজ্য গুজরাতে উদ্ধার ২৫ কোটির জাল নোট। একটি অ্যাম্বুল্যান্সের ভিতর থেকে উদ্ধার এক হাজার দুশ নব্বই প্যাকেট জাল নোট। গোপন সূত্রে খবর পেয়ে জালনোট উদ্ধার করল পুলিশ। দুদিনের গুজরাত সফরে গিয়েছেন মোদী। তার মধ্য়েই জালনোট উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।