Vadu Gaan Rural folk song of west Bengal India |ভাদু গান - পশ্চিমবঙ্গের প্রাচীন লোকগান | ভাদু গানের যেমন সুর তেমনি নৃত্য ভঙ্গিমা | Porichoy TV
#Bhadu_song,
#bhadu_gaan,
#ভাদু_গান,
#Birbhum_folk_song,
#বীরভূম_জেলার_আঞ্চলিক_সংস্কৃতি
গলাইচন্ডী চন্ডীমাতা ভাদু সম্প্রদায়,পো.: বুনিয়া, বীরভূম -731303
ভাদু গান
শিল্পী : অষ্ঠম দাস, মো : 8509709454/7584868395/9593269665
ঢোল : কালু দাস,মো :8116351066
নৃত্যশিল্পী : চন্ডীচরন দাস
ভাদু গান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি প্রাচীন লোকগান। এই গান রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলা ও
বর্ধমান জেলার আসানসোল মহকুমা এবং ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি ও হাজারিবাগ জেলার লৌকিক উৎসব ভাদু উৎসবে এই গান গাওয়া হয়ে থাকে।
কথিত আছে যে পুরুলিয়ার কাশিপুরের পঞ্চকোটের রাজা নীলমনি সিংহদেবের কন্যা ছিলেন ভাদ্রেশ্বরী। সেখান থেকেই ভদ্রেশ্বরী। তা থেকেই ভাদু।
লোক মুখে প্রচলিত গল্পটা এমনই কাশীপুরের রাজকন্যা ভদ্রেশ্বরীর বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু ভদ্রেশ্বরীর বর বিয়ে করতে আসার পথে
ডাকাতদের কবলে পরে মারা যান। সেই শোকে ভাদু আত্মঘাতী হন। ভাদুর স্মৃতিকে ধরে রাখতেই কাশিপুরের রাজার পৃষ্ঠপোষকতায় রাজ্যবাসী
এই ভাদুর শুরু করেন। আবার কেউ বলেন, ভাদ্রমাসে পঞ্চকোট ও ছাতনার রাজার মধ্যে যুদ্ধে পঞ্চকোটের রাজা বিজয়ী হন। সেই স্মৃতিতেই এই গান ও উৎসবের শুরু |