নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশ এবং বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধ। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদস্থ এক পুলিশ আধিকারিককে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মহাত্মা গাঁধী রোডের কাছে ঘটেছে ওই কাণ্ড। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই পুলিশ আধিকারিক। জানা গিয়েছে, মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৩০ জন পুলিশ কর্মী আহত।