শনিবার সকাল থেকেই শহরের আরও তিনটি জায়গার পাশাপাশি গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে পরিবহণ ব্যবসায়ী আমির খানের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকেরা। সূত্রের দাবি, একটি মোবাইল অ্যাপ সংক্রান্ত প্রতারণার মামলার তদন্তের অঙ্গ হিসাবেই এই তল্লাশি। আমিরের বাড়িতে উদ্ধার বিপুল পরিমাণ ব্যাঙ্কনোট গোনার জন্য একাধিক টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হয়েছে।