দুর্নীতির মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। এবার তাঁদের নিয়ে পুজোয় কী থিম হতে পারে, আশঙ্কার সুরে কার্যত সেই আইডিয়া দিয়ে রাখলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি আরও বলেন, পার্থর এতবড় পুজো, সেখানে দর্শকরা এসে কী আলোচনা করবে ভাবতেও ভয় লাগে। মদন মিত্রর এই বক্তব্যকে হাতিয়ার করে, কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।