গলফ গ্রিনে পুলিশ হেফাজতে যুবককে পিটিয়ে মারার অভিযোগে সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গত ৫ অগাস্ট এম আর বাঙুর হাসপাতালে মৃত্যু হয় আজাদগড়ের বাসিন্দা দীপঙ্কর সাহার। অভিযোগ, জিজ্ঞাসাবাদের নাম করে ওই যুবককে তুলে নিয়ে যায় পুলিশ। পিটিয়ে আধমরা করে রাস্তায় ফেলে দিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে।