জামিন পেতে ফের অনুব্রতর অসুস্থতার যুক্তি খারিজ। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আসানসোলের বিশেষ সিবিআই আদালতের। ৭ সেপ্টেম্বর ফের আদালতে পেশের নির্দেশ। শেষ পর্যন্ত জেলেই যেতে হল দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে। দু’সপ্তাহের জন্য অনুব্রত মণ্ডলের ঠিকানা আসানসোল জেল। জেলে গিয়ে অনুব্রতকে জেরা করতে পারবে সিবিআই। অনুমতি আদালতের।