ধনেখালি থেকে সিঙ্গুর যাচ্ছিলেন সবিতা সাহা, তাঁর গাড়ির চালক কিতাবুল মল্লিক গাড়ি চালাচ্ছিলেন। দাদপুরে যখন দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে ওঠে গাড়ি, হঠাৎই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। দাদপুরের মহেশ্বরপুরে পেট্রোল পাম্পের সামনে একটি বিদ্যুতের টাওয়ারে হঠাৎ বাজ পড়ে। সেই বাজ থেকে আগুনের ঝলকানি লেগে বোলেরো গাড়িতে আগুন ধরে যায়। সবিতাদেবী জানান, এসি চলছিল গাড়ির কাঁচ বন্ধ ছিল। বাজ পড়ার পর তার ঝলকানি দেখতে পাই। গাড়ির সামনে আগুনের হলকা দেখা যায়। ইঞ্জিনের সামনে থেকে ধোঁয়া বেরোতে থাকে। জল দিয়ে নেভানোর চেষ্টা করলেও লাভ হয়নি। দ্রুত আগুন গোটা গাড়িটাকেই গ্রাস করে। আগুন গাড়িতে ছড়ানোর আগেই দৌড়ে গিয়ে একটি কারখানায় আশ্রয় নেন সবিতাদেবী। চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে তিনি বলেন, কপাল জোরে বেঁচে গেছি। ঘটনাস্থলের কাছেই ছিল দাদপুর পুলিশের গাড়ি। এলাকার মানুষ ও পুলিশ গিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে অবশ্য পুড়ে ছাই হয়ে যায় বোলেরো গাড়িটি।গাড়ি চালক কিতাবুল বলেন, হঠাৎ গাড়ি থেকে ধোঁয়া বেরোতে থাকে। ব্যাটারি লাইন কেটে দেওয়ার পরও আগুন জ্বলতে থাকে। গাড়ি থেকে বেরিয়ে পড়ায় প্রাণে রক্ষা পাই। গোটা গাড়িটা চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়।