নামে-বেনামে অনুব্রত মণ্ডলের কত সম্পত্তি? সেই সংক্রান্ত তথ্যের হদিশ পেতে বোলপুরের রেজিস্ট্রি অফিসে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে অনুব্রত, তাঁর স্ত্রী-কন্যা, আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তি রয়েছে। সেই সমস্ত জমির মালিকানা সংক্রান্ত তথ্য জানতেই এদিন বোলপুরের রেজিস্ট্রি অফিসে যান সিবিআই আধিকারিকরা। উদ্ধার হওয়া একাধিক দলিল নিয়ে সম্পত্তির মালিকানা যাচাই করা হয়। সরকারি সূত্রে খবর, বোলপুরের এই অফিসে জমির মালিকানা শুধু নয়, লিজে নেওয়া সম্পত্তি সংক্রান্ত নথিও রাখা হয়।