Malaria Dengue : মশাবাহিত দুই রোগে কলকাতায় বাড়ছে আক্রান্ত, মৃত্যু

ABP Ananda 2022-08-22

Views 140

নিম্নচাপের জেরে দফায় দফায় চলছে বৃষ্টি। এরকম বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল জমে যায় । আর সেই জমা জলই ম্যালেরিয়া ও ডেঙ্গির মশার আঁতুড়ঘর। এই আবহাওয়ায়, মশাবাহিত রোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিত্‍সকরা।  বৃষ্টির মধ্যেই জমা জলে মশার আতঙ্ক! কলকাতা থেকে জেলা... চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, ম্যালেরিয়া। বিশেষজ্ঞরা বলছেন, ঘরের মধ্যে বা আশেপাশে জল জমতে দেবেন না। জ্বর হলে অবহেলা করবেন না। পরামর্শ নিন চিকিত্‍সকের।>

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS