বোলপুর পুরসভার গাড়ির খালাসি থেকে কোম্পানির ডিরেক্টর! গরু পাচার মামলায় এবার সিবিআই নজরে অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েন। বোলপুরে বিদ্যুৎবরণের ৩টি প্রাসাদোপম বাড়ি, সঙ্গে একাধিক জমি, সিবিআই সূত্রে দাবি। অনুব্রত-কন্যার সঙ্গে ২টি কোম্পানির জয়েন্ট ডিরেক্টর বিদ্যুৎবরণ, সিবিআই সূত্রে দাবি। পুরসভার কর্মী থেকে একাধিক সংস্থার ডিরেক্টর বিদ্যুৎ, দাবি সিবিআইয়ের। কীভাবে, কোথা থেকে বিদ্যুত্বরণের বিপুল সম্পত্তি? । বিদ্যুত্বরণের বিপুল সম্পত্তির নেপথ্যে কি গরু পাচারের টাকা? তদন্তে সিবিআই। অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুত্বরণ গায়েনের বাড়িতে সিবিআই তল্লাশি। বাড়িতে ছিলেন না বিদ্যুত্বরণ, স্ত্রীকে দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ। চিকিত্সার জন্য কলকাতায় বিদ্যুত্বরণ, দাবি স্ত্রীর, সিবিআই সূত্রে খবর