‘দলের সঙ্গে আছি, দলের সঙ্গেই ছিলাম’। এসএসকেএম থেকে বেরনোর সময় বললেন পার্থ। দল পাশে না থাকলেও, দলের সঙ্গেই থাকার বার্তা পার্থর। এপ্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "উনি তো বলবেনই দলের সঙ্গে আছি। কারণ, আর কেউ তো নেই ওঁর সঙ্গে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দল কি ওঁর সঙ্গে আছে ?"