আসানসোলের বিশেষ সিবিআই আদালত অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) শারীরিক অসুস্থতার যুক্তি খারিজ করে দিয়েছে। ২৪ অগাস্ট পর্যন্ত তাঁর সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যার পরই গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের (CBI) হাতে ধৃত আসানসোল থেকে অনুব্রত মণ্ডলকে কলকাতা নিয়ে আসা হচ্ছে। কলকাতায় (Kolkata) আসার পথে হাইওয়েতে গাড়ির কাচ নামিয়ে এবিপি আনন্দ-র ক্যামেরার সামনে কথা বলার চেষ্টা করেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। যেখানে তিনি ফের একবার বলেন, 'আমার কোনও বেনামি সম্পত্তি নেই।'