AIFF : আপাতত কোনও আন্তর্জাতিক ম্যাচ ও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ভারতীয় ফুটবল দল

ABP Ananda 2022-08-16

Views 85

এআইএফএফকে নির্বাসিত করল ফিফা। এআইএফএফ-এ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই নির্বাসন:ফিফা। ফিফার নির্বাসন বহাল থাকলে ভারতে নির্ধারিত অনূর্ধ্ব -১৭ মহিলা বিশ্বকাপও স্থগিত। আপাতত কোনও আন্তর্জাতিক ম্যাচ ও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ভারতীয় ফুটবল দল। ফিফার নির্বাসন বহাল থাকলে ভারতীয় ফুটবল দলের র‍্যাঙ্কিং ফের শূন্য থেকে শুরু হবে। কোনও ক্লাবই কোনও বিদেশি ফুটবলারকে সই করাতে পারবে না । যে বিদেশি ফুটবলাররা ইতিমধ্যেই সই করেছেন, তাঁরা অন্য কোনও দেশে খেলতে পারবেন না।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS