দু’ বছর পর সাধারণ দর্শকের উপস্থিতিতে রেড রোডে উদ্যাপন করা হচ্ছে স্বাধীনতা দিবস। পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপনের পর রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তার কারণে রেড রোডকে ১৩টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। কুচকাওয়াজের নিরাপত্তার দায়িত্বে ১২০০ পুলিশ কর্মী। ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটোরিয়াম-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শপিং মল, মেট্রো স্টেশনে বাড়ানো হয়েছে নজরদারি। রাস্তায় গাড়ি থামিয়ে চলছে নাকা তল্লাশি।