স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হচ্ছে আজাদি কি অমৃত মহোত্সব। ত্রিবর্ণরঞ্জিত পতাকায় সেজে উঠেছে গোটা দেশ। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লি-সহ বেশ কয়েকটি জায়গায় আঁটোসাঁটো নিরাপত্তাও রয়েছে। এদিন রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপনের পর লালকেল্লায় পৌঁছন প্রধানমন্ত্রী। ‘মহাত্মা গাঁধীর স্বপ্ন ছিল প্রান্তিক মানুষের উন্নতি’‘আমি সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব নিয়েছি’‘পুনর্চেতনা, পুনর্জাগরণের সময় এসেছে’‘থালা বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে যখন করোনা যোদ্ধাদের পাশে দাঁড়ায় মানুষ, তখন চেতনার শক্তি বোঝা যায়’‘স্বাধীনতার এত বছর পর গোটা বিশ্ব ভারতকে অন্য চোখে দেখছে’‘গোটা পৃথিবী এখন ভারতকে অন্য নজরে দেখে’‘ভারতের কাছে গোটা বিশ্বের এখন অনেক আশা’‘রাজনৈতিক স্থিরতার কতটা শক্তি দেশ আজ দেখিয়ে দিয়েছে’#HarGharTiranga #IndependenceDay2022 #IndiaAt75 #HarGharTiranga #IndependenceDay #IndependenceDay75