গরুপাচার মামলায় সিবিআইয়ের চার্জশিটে চাঞ্চল্যকর অভিযোগ। মোট ৪৫টি সম্পত্তির সঙ্গে যোগ রয়েছে অনুব্রত মণ্ডলের। কোনও সম্পত্তি অনুব্রত ও তাঁর রক্ষী সায়গল হোসেনের নামে যৌথ ভাবে। কোনও সম্পত্তি অনুব্রতর পরিবারের সদস্যদের নামে। আবার কোনও সম্পত্তি রয়েছে অনুব্রতর একার নামে। সম্পত্তির নাম উল্লেখ করে চার্জশিট সিবিআইয়ের: সূত্র। প্রায় ১ হাজার ৮০০ অস্ট্রেলিয়ান গরু পাচারে যুক্ত এনামুল হক। গোটা বিষয়েই অবগত ছিলেন অনুব্রত’, সিবিআইয়ের ৮০ পাতার চার্জশিটে উল্লেখ: সূত্র