ঝাড়খণ্ডের তিন বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের মামলার এজলাস বদল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে আর হবে না তিন বিধায়কের জামিনের শুনানি। এবার শুনানি হবে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। এতদিন পর্যন্ত যে ধারায় মামলা চলছিল, তাতে সর্বোচ্চ শাস্তির মেয়াদ ৭ বছর। সে কারণে শুনানি হচ্ছিল সিঙ্গল বেঞ্চে। সম্প্রতি নিম্ন আদালতে জালিয়াতি ও প্রতারণার জন্য জালিয়াতির দুটি ধারা যুক্ত করা হয়। ফলে সাজার সর্বোচ্চ মেয়াদ এখন ১০ বছর। সেকারণেই শুনানি হবে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। গতকালই তিন বিধায়ককে দুর্নীতিদমন আইনে মামলার জন্য নির্দিষ্ট বিশেষ আদালতে পেশ করা হয়। সেখানে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।