ঢাকায় আসছেন নোরা ফাতেহি । প্রথমবারের মত ঢাকা মাতাতে আসছেন নোরা । Nora Fatehi |

Barishal 24 Tv 2022-08-11

Views 8

#news #banglanews #norafatehi #nora #norafatehidance

ঢাকায় আসছেন নোরা ফাতেহি
বিদেশি শিল্পীদের ঢাকায় আসার মাত্রা দিনদিন বাড়ছে। এইতো সেদিন, ঢাকা মাতিয়ে গেছেন রোমানিয়ান পপশিল্পী ওটিলিয়া। তার রেশ কাটতে না কাটতেই ঢাকায় এসেছেন শিল্পা শেঠি।
এবার ঢাকা মাতাতে আসছেন বলিউড সুন্দরী নোরা ফাতেহি। ‘সাকি সাকি’, ‘দিলবার’ গানের সঙ্গে ঝড় তুলবেন তিনি। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আয়োজকরা।

আমাদের চ্যানেলে মূলত সমস্ত খবর নিয়ে ।
চ্যানেলে বরিশাল এর খবর বেশি প্রচার করা হয় ।
এছাড়া বাংলাদেশ এর সমস্ত খবর পেতেও আমাদের সাতে যুক্ত থাকতে পারেন ।
ধন্যবাদ ।

Facebook Page= https://www.facebook.com/brishal24tv/

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS