গরুপাচার মামলায় তত্পর সিবিআই। গতকাল হাজিরা এড়ানোর পর আজ সকালে বোলপুরের নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান। সূত্রের খবর, আদালতের নির্দেশনামা ও মেডিক্যাল রিপোর্ট নিয়ে এদিন বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে যান সিবিআই অফিসাররা। পৌঁছে যায় ১০-১২টি গাড়ির কনভয়। অনুব্রতর বাড়ির চারপাশ ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন সিবিআই আধিকারিকরা। গরুপাচার মামলায় ১০ বার অনুব্রতকে তলব করে সিবিআই। মাত্র একবার হাজিরা দেন তৃণমূল জেলা সভাপতি। অসুস্থতার কথা বলে গতকালও হাজিরা এড়ান অনুব্রত।