পারিবারিক বিবাদের জেরে একই পরিবারের ৪ জন খুন। গতকাল রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া থানার এমসি ঘোষ লেনে। খুনের অভিযোগে গ্রেফতার পরিবারের এক বধূ, তাঁর স্বামী পলাতক। উদ্ধার হয়েছে রক্তমাখা ধারাল অস্ত্র। স্থানীয় সূত্রে খবর, দেবরাজ ঘোষের সঙ্গে তাঁর ভাই দেবাশিসের সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল। গতকাল তা চরমে ওঠে। অভিযোগ, তার জেরে দেবরাজ ও তাঁর স্ত্রী পল্লবী ধারাল অস্ত্র দিয়ে মা মাধবী, ছোট ভাই দেবাশিস, তাঁর স্ত্রী রেখা ও দেবাশিস-রেখার ১৩ বছরের মেয়ে তিয়াসাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। বাঁচাতে গিয়ে জখম হন পরিবারের এক আত্মীয়। সম্পত্তি-বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।