খাল কাটাই হয়নি! অথচ ১০০ দিনের প্রকল্পের সাফল্যের ফলক বসিয়ে দেওয়া হয়েছে! এই অভিযোগেই হইচই চলছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের তৃণমূল পরিচালিত বৃন্দাবনচক পঞ্চায়েতে। কেন্দ্রীয় দলের জেলা সফরের মধ্যে সরকারি প্রকল্পের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তরজায় জড়িয়েছে বিজেপি ও তৃণমূল।